বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনার ল্যাবে ১৪ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ৮:৪৭ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরীর দুইজন রয়েছেন। এছাড়া বাগেরহাট জেলার ৪ জন, মাগুরা জেলার ৫ জন, সাতক্ষীরা জেলার একজন ও যশোরের দুইজন রয়েছেন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৫৩টি। এদের মধ্যে মোট ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২ জন খুলনার জেলার। বাকিরা বাগেরহাট, মাগুরা, সাতক্ষীরা ও যশোরের।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে দুইজনই মহানগরীর। এদের একজন শেখপাড়া এলাকার ৪৯ বছর বয়সী ব্যক্তি, অপরজন নগরীর ছোটবয়রা আর্ট কলেজ এলাকার ২৪ বছরের যুবক। তবে মঙ্গলবার উপসর্গ নিয়ে মারা যাওয়া শেখপাড়া এলাকার নজরুল ইসলামের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনা জেলায় এখন পর্যন্ত মোট ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন