বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ট্রলারসহ ১৫ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর মহিপুরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে এম.ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটক ট্রলার মালিক ও সকল জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায়।

কুয়াকাটা নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারা ট্রলারসহ এসব জেলেকে আটক করে। এসময় ট্রলার থেকে ১২০ কেজি জাটকা ও বেশ কিছু জাল জব্দ করা হয়। পরে রাত বারোটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলারের মালিক কাওছার মৃধাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ১৫ জেলের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেন এবং ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন