শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্র দু’মুখো

দ্য স্ট্রেইটস টাইমস | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:০১ এএম

নিজের দেশে গণতন্ত্রকে টুঁটি চেপে হত্যা করে বিশ্ববাসীকে এ ব্যাপারে নসিহত করা মার্কিন প্রেসিডেন্টকে এবার খোঁচা দিলেন হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম। যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক খুনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ছাপিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রসঙ্গে গত মঙ্গলবার ওয়াশিংটনকে খোঁচা দেন ক্যারি ল্যাম।
স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা হংকংয়ে স¤প্রতি জাতীয় নিরাপত্তা আইন চালু করার কথা জানিয়েছিল বেইজিং। গত সপ্তাহে জাতিসংঘে ওই ঘটনার তীব্র বিরোধিতা করে ব্রিটেন ও আমেরিকা। প্রতিবাদে আংশিক স্বায়ত্তশাসিত হংকংকে দেয়া বেশ কিছু সুবিধা প্রত্যাহারের কথাও ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের এ ঘোষণার পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন ল্যাম। তিনি বলেছেন, মার্কিন প্রশাসন কীভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে, তা দেখতেই পাচ্ছি। তারা বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী নামানোর হুমকি দিচ্ছে। আমেরিকার মতো দেশগুলো দুমুখো নীতি নিয়ে চলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সজল মোল্লা ৪ জুন, ২০২০, ২:০৫ এএম says : 0
পরের ঘরে আগুন লাগালে নিজেরটাতেও আসে। অমেরিকাকে কঠিন মাশুল গুনতে হবে।
Total Reply(0)
মেহেদী ৪ জুন, ২০২০, ২:০৬ এএম says : 0
আমেরিকার পতনের সময় হয়ে এসেছে। করোনার মধ্যে এই সহিংষ আন্দোলন ইঙ্গিত দেয় আমেরিকার সময় শেষ।
Total Reply(0)
তরুন সাকা চৌধুরী ৪ জুন, ২০২০, ২:০৬ এএম says : 0
ওদের দুমুখো আাচরণে বিশ্ব জ্বলেছে, এখন ওরা নিজেরা জ্বলছে।
Total Reply(0)
কে এম শাকীর ৪ জুন, ২০২০, ২:০৭ এএম says : 0
পরের চালে িইট মারলে নিজের চালে তো পাটকির ক্ষেতে হবে। আরও ভয়াবহ অবস্থা আসছে আমেরিকার জন্য।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন