মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরের অপহৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার বাওড় থেকে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১০:৩০ এএম | আপডেট : ১২:৩৪ পিএম, ৪ জুন, ২০২০

যশোরের অভয়নগরের অপহৃত কলেজ ছাত্র নূরুজ্জামান বাবুর (২০) লাশ উদ্ধার হলো বাওড় থেকে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুড়াখালী গ্রামের ইমরান গাজীর ছেলে নূরুজ্জামান বাবুকে গত সোমবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। অপহরণের পর মঙ্গলবার রাতে নূরুজ্জামান বাবুর পিতার কাছে ৫০লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি নূরুজ্জামান বাবুর পিতা ইমরান গাজী লিখিত আকারে থানায় জানালে, পুলিশ বুধবার অপহরণের সূত্র ধরে ওই এলাকায় বসবসাকারী আউজ হোসেন ও আবদুর রাজ্জাক ফকির নামের দুইজনকে আটক করে। 

আটককৃতদের স্বীকারোক্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোরে পুড়াখালী বাওড়ের কচুরীপনার মধ্যে নূরুজ্জামান বাবুর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের শিকার নূরুজ্জামান বাবু নওয়াপাড়া মডেল কলেজের ২র্য় বর্ষের ছাত্র। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের হয়েছে। 

 

 

h‡kv‡ii AcüZ K‡jR Qv‡Îi jvk D×vi evIo †_‡K

 

h‡kvi ey¨‡iv t h‡kv‡ii AfqbM‡ii AcüZ K‡jR QvÎ b~iæ¾vgvb eveyi (20) jvk D×vi n‡jv evIo †_‡K|

 

cywjk I ¯’vbxq m~‡Î Rvbv ‡M‡Q, Dc‡Rjvi cyovLvjx MÖv‡gi Bgivb MvRxi ‡Q‡j b~iæ¾vgvb evey‡K MZ ‡mvgevi iv‡Z †gvevBj †dv‡b †W‡K wb‡q AcniY Kiv nq| Acni‡Yi ci g½jevi iv‡Z b~iæ¾vgvb eveyi wcZvi Kv‡Q 50jvL UvKv Puv`v `vwe K‡i AcniYKvixiv| welqwU b~iæ¾vgvb eveyi wcZv Bgivb MvRx wjwLZ AvKv‡i _vbvq Rvbv‡j, cywjk eyaevi Acni‡Yi m~Î a‡i IB GjvKvq ememvKvix AvDR †nv‡mb I Ave`yi iv¾vK dwKi bv‡gi `yBRb‡K AvUK K‡i|

 

AvUKK…Z‡`i ¯^xKv‡ivw³‡Z cywjk e„n¯úwZevi †fv‡i cyovLvjx evI‡oi KPzixcbvi g‡a¨ b~iæ¾vgvb eveyi jvk D×vi K‡i| nZ¨vKv‡Ûi wkKvi b~iæ¾vgvb evey bIqvcvov g‡Wj K‡j‡Ri 2q© e‡l©i QvÎ| AfqbMi _vbvi Awdmvi BbPvR© †gv. ZvRyj Bmjvg Rvbvb, jvk D×vi K‡i h‡kvi g‡M© cvVv‡bv n‡q‡Q| gvgjv `v‡qi n‡q‡Q|

                                                                                                       

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন