বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে মৃত্যুর পর জানা গেল পুলিশ সদস্য করোনা পজেটিভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৬:১৯ পিএম

নগরীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক পুলিশ সদস্যের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে করোনায় চট্টগ্রামে চারজন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুন উদ্দিন (২৮)। নমুনা সংগ্রহের সাতদিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনায় সংক্রমিত ছিলেন বলে জানা গেছে।
মামুন উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

সিএমপির এডিসি (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গত ২৯ মে পুলিশ কনস্টেবল মামুনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই নমুনা পরীক্ষার ফলাফল জানা গেছে।
মামুনের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। তিনি ২০১২ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন