বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এএফসি কাপ নিয়ে বিপাকে বসুন্ধরা কিংস!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৭:১৩ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)সহ ২০১৯-২০ মৌসুম বাতিল ঘোষণা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে বিপিএলের ১৩ ক্লাবের মধ্যে ১২টিই। একমাত্র বিপদে আছে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সব ক্লাবের মৌসুম শেষ হলেও এখনো তা হয়নি বসুন্ধরার! এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের খেলা নিয়ে আটকে আছে তারা। বলা যায় এএফসি কাপ নিয়ে বিপাকেই আছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টটির কারণে তাদের মাথার ওপর চেপে আছে যেন বিশাল বোঝা। ঘরোয়া মৌসুম বাতিল হওয়ায় যেখানে অন্য ক্লাবগুলো তাদের সব ফুটবলার বিদায় করে দিয়ে স্বস্তিতে রয়েছে সেখানে বলা যায় ঘুম হারাম বসুন্ধরার। বিশেষ করে বিদেশি ফুটবলারদের পেছনে তাদের গুণতে হচ্ছে কাড়ি কাড়ি টাকা। টাকা খরচের পরও কিন্তু নিশ্চয়তা নেই কবে খেলা হবে? করোনাভাইরাসমুক্ত কবে হবে বিশ্ব, তা করো ধারণা নেই। তাই ফুটবল কবে মাঠে ফিরবে তা জানেন না কেউ। স্বয়ং এএফসিই বলতে পারছে না কবে নাগাদ তারা স্থগিত টুর্নামেন্টটি (এএফসি কাপ) ফের শুরু করতে পারবে।

তবে বিদেশি ফুটবলারদের পেছনে অর্থ খরচ করতে করতে আর্থিক সমস্যায় ভুগছে বসুন্ধরা কিংস। এএফসি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফেডারেশন এবং এএফসি কাপে খেলছে যে ক্লাবগুলো তাদের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সভায় বসছে শুক্রবার। এই সভায় কী গাইডলাইন আসে সেদিকে তাকিয়ে সবাই।

এ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বৃহস্পতিবার বলেন, ‘এখন যেহেতু একদিন হাতে আছে এএফসির সঙ্গে আলোচনার, তাই এরপরই বলতে পারব আমাদের ভাগ্যে কী আছে। শুক্রবারের সভায় এএফসি কী বলে সেটা আগে দেখি। তারপর সিদ্ধান্ত নিতে পারবো।’

কিন্তু এশিয়ার করোনা দুর্যোগের এমন কোনো উন্নতি ঘটেনি যে, এএফসি নির্দিষ্ট দিনক্ষণ বলে দিতে পারবে কবে খেলা শুরু হবে।

তবে ধরে নেয়া যায আগামী সেপ্টেম্বরের আগে ফুটবল মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। যদি তাই হয় তবে মাঝে পুরো তিন মাস। এই সময়টা বিদেশি ফুটবলারদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে বসুন্ধরাকে। এএফসি কাপের জন্য ক্লাবটি তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের

সঙ্গেও চুক্তি নবায়ন করে রেখেছে।

এদিকে বসুন্ধরার কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্দ্রেসের সঙ্গে ক্লাবটির চুক্তি শেষ হয়েছে গত মাসে। এখন তার সঙ্গে নতুন চুক্তি করবে নাকি তাকে বিদায় দেবে সেই সিদ্ধান্ত নিতে পারছেন না বসুন্ধরার কর্তারা। এসব বিষয় নিয়ে ক্লাবটি এএফসির কাছে চিঠি লিখেছিল। আজ সেই বিষয় নিয়েও হয়তো ব্যাখ্যা দেবে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি।

ইমরুল হাসান আরো বলেন, ‘দু’মাসের মধ্যে আমরা খেলা শুরুর আশ্বাস পেলে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্প শুরু করে দেবো। আর্জেন্টিনার বার্কোসকে আমরা এনেছিলাম লিগের দ্বিতীয় পর্ব এবং এএফসি কাপের জন্য। এখন তো আর বিপিএলের খেলা নেই। এএফসি কাপের খেলা শুরুর দিনক্ষণ ঠিক হলে সে চলে আসবে। আর ক্যাম্পে আমরা স্থানীয় সব ফুটবলার ডাকব না। যাদেরকে এএফসি কাপে খেলাবেন কোচ, কেবল তাদেরই ক্যাম্পে ডাকা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন