বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উহানের জনগণের করোনা পরীক্ষা সম্পন্ন, শনাক্ত ৩শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম


করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করা এক কোটি মানুষের করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ১৯ দিনে শহরটির পুরো জনসংখ্যার করোনা পরীক্ষা করা হয়। জানা গেছে, উহান শহরে এক কোটি মানুষের ওপর পরীক্ষার পর ৩০০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তবে ওই ৩০০ জনই উপসর্গহীন করোনায় আক্রান্ত ছিলেন। আর ওই ৩০০ করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ১ হাজার ১৭৪ জনকে পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এই বিষয়ে চীনে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সহকারী পরিচালক ফেং জিজিয়ান বলেন, এটা শুধু উহানের মানুষের মধ্যে নিশ্চিন্ত বোধ তৈরি করবে না, সমগ্র চীনের মানুষের মধ্যে এটি আত্মবিশ্বাস বাড়াবে। সিনহুয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন