মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে বিভক্ত করতে চান ট্রাম্প : ম্যাটিস

এবার সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ‘পাগলা কুকুর’ বললেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের বিভাজনের চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সুবিবেচনাপ্রস‚ত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাÐের জেরে শুরু বিক্ষোভ ট্রাম্প যেভাবে সামাল দিচ্ছেন তাতেক্ষুব্ধ ও হতভম্ব হয়ে পড়েছেন বলে জানান ম্যাটিস। এসব সমালোচনার জেরে ম্যাটিসকে বিশ্বের সবচেয়ে ‘ওভাররেটেড’ জেনারেল আখ্যা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অপরদিকে, বর্ণবাদ তথা কৃষ্ণাঙ্গ হত্যা ইস্যুতে যুক্তরাষ্ট্রে থেমে নেই উত্তেজনা। এর মধ্যেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে একের পর শব্দবোমা। এবার নিজের সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ‘পাগলা কুকুর’ বললেন। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিরব ছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি। তিনি বার বার বলেছেন, তার যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়ার বর্ণবাদবিরোধী আন্দোলন এবং ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। তারপর থেকেই ম‚লত নিরব ছিলেন তিনি। তবে বুধবার সেই নিরবতা ভাঙেন তিনি। এদিন আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত হয় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে লেখা ম্যাটিসের নিবন্ধ। আটলান্টিকের নিবন্ধে ম্যাটিস লিখেছেন, ‘আমার জীবদ্দশায় ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকান জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি-এমনকি রক্ষা করার ভানও করেননি। এর পরিবর্তে তিনি আমাদের বিভক্ত করার চেষ্টা করেছেন।’ তিনি লেখেন, ‘তিন বছর ধরে এই অনবরত চেষ্টার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমরা তিন বছর ধরে অপরিণত নেতৃত্বের পরিণাম দেখতে পাচ্ছি।’ আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাÐের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ঢেউ নিয়েও মুখ খোলেন তিনি। ওই হত্যাকাÐের ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। ওই বিক্ষোভ প্রসঙ্গে ম্যাটিস লেখেন, ‘লাখ লাখ মানুষের এই বিক্ষোভ আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা আমাদের ম‚ল্যবোধ নিয়ে বাঁচতে চাই... জাতি হিসেবে বাঁচতে চাই। অল্প সংখ্যক আইন ভঙ্গকারীদের কারণে আমরা লক্ষ্যচ্যুত হবো না।’ বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ব্যবহার নিয়েও মন্তব্য করেন তিনি। সিএনএন, বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন