মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিকিৎসার তথ্য তলব

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০০ এএম

ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থায় চট্টগ্রামের ২০টি বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা বিষয়ক সব তথ্য তলব করেছে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন কর্তৃক গঠিত সার্ভিল্যান্স টিম। হাসপাতালের শয্যা, রোগী ভর্তি, খালি আসনের সংখ্যা, আইসিইউর সংখ্যাসহ দিনে কতজন রোগীকে সেবা দেওয়া হচ্ছে, কতজনকে ফিরিয়ে দেয়া হচ্ছে- তা জানাতে বলা হয়েছে।

সার্ভিল্যান্স টিমের একজন সদস্য জানান, কোনো রোগী যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে কাজ করছে সার্ভিল্যান্স টিম। এখন থেকে হাসপাতালগুলোকে তদারকি করা হবে।

সব বেসরকারি হাসপাতালে অন্যান্য রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি করোনা রোগীর চিকিৎসাও নিশ্চিত করা হবে। এদিকে সার্ভিল্যান্স টিম থেকে বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবালকে বাদ দিয়ে সভাপতি ডা. মুজিবুল হক খানকে নেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন