মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদরাসার অফিস সহকারীর অপমানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জমিয়াতুল মোদার্রেছীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৫:৩৩ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামকে জনসম্মুখে অপদস্থ ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে, দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এহেন ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী শহিদুল ইসলামকে জনসম্মুখে যারা অপদস্থ করেছে তাদের কয়েকজন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে সেজন্য স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখনও যারা গ্রেফতার হয়নি অতিদ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। খেয়াল রাখতে হবে যেন এসকল অপরাধী আইনের ফাঁকফোকড় থেকে বেড়িয়ে না যেতে পারে।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীগণ একটি সুশৃঙ্খল জাতী গঠনের কারিগর, তাঁদের অপমান দেশের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ কখনই সহ্য করবে না। দেশের যেকোন প্রান্তে একজন শিক্ষক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী অপদস্তের স্বীকার হলে নিঃসন্দেহে তা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের জন্য অপমানকর। সুতরাং এসকল হিনকার্য সম্পন্নকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এহেন ঘৃণিত কাজের পুঃনরাবৃত্তি না ঘটে সেব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও আন্তরিকতা কামনা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Anwar Hossen ৫ জুন, ২০২০, ৫:৪৮ পিএম says : 0
We want exemplary punishment
Total Reply(0)
Shamim Hossain RJ ৫ জুন, ২০২০, ৫:৪৯ পিএম says : 0
এদের গলায় জুতার মালা দিয়ে নিজ এলাকায় ঘুরানো উচিত। জনগন দেখুক ভোট দিয়ে কারে নির্বাচিত করেছে।
Total Reply(0)
HM Abdul Alim ৫ জুন, ২০২০, ৫:৪৯ পিএম says : 0
দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
Total Reply(0)
Md Shah Imran Riyadh ৫ জুন, ২০২০, ৫:৪৯ পিএম says : 0
সঠিক বিচার হওয়া উচিত
Total Reply(0)
Jalal Uddin ৫ জুন, ২০২০, ৫:৫০ পিএম says : 0
ক্রসফায়ার দেওয়া হোক।
Total Reply(0)
Nazmul Huda ৫ জুন, ২০২০, ৫:৫২ পিএম says : 0
ঐ কুলঙ্গারকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হোক, এবং ঐ ভিকটিম শিক্ষক ইমাম সাহেবকে ভারপ্রাপ্ত অস্থায়ী চেয়ারম্যান পদ দিয়ে তাকে সম্মানিত করা হোক, তবেই হবে এর সঠিক বিচার, মমতাজ যদি এম পি হতে পারে তবে শিক্ষক ও ইমাম সাহেব কেন চেয়ারম্যান হতে পারবে না,
Total Reply(0)
Abdul Aziz ৫ জুন, ২০২০, ৫:৫২ পিএম says : 0
চোরাই পথে ক্ষমতায় আসলে যা হয় ইউপি সদস্যরা তা বারবার দেখিয়ে যাচ্ছে।
Total Reply(0)
Mahmud Rony ৫ জুন, ২০২০, ৬:০৪ পিএম says : 0
ওই চেয়ারম্যান কে জুতা পেটা করে শাস্তি দেওয়া হোক.
Total Reply(0)
আলোর পথ ৫ জুন, ২০২০, ৬:০৪ পিএম says : 0
গ্রেফতার আর জামিন। এগুলো বাদ দিয়ে ক্রসফায়ারে দিন।
Total Reply(0)
Md. Mozaffar Hossain ৬ জুন, ২০২০, ১০:৩০ এএম says : 0
অপরাধীদের সঠিক বিচার সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।
Total Reply(0)
মাহমুদুল হাসান ৬ জুন, ২০২০, ১১:০৫ এএম says : 0
সকল অপমানকারীী অপরাধীরা জাতির কলংক,লজ্জা,আদালতে এদের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা করা হোক পাশাপাশি অপরাধী চেয়ারম্যান-মেম্বারদেরকে তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কারের জোড় দাবী জানাচ্ছি তারা জনপ্রতিনিধি হওয়ার সম্পূর্ন অযোগ্য৷
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন