বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘ফ্লয়েডদের জীবন দামি’

ডেইলি মেইল | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের ঘটনা নিজের অতীত ফিরিয়ে আনল ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেলের স্মৃতিতে। লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠার সময়ে তিনি নিজেও কীভাবে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, তা মনে পড়ায় ফ্লয়েডের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন। ভিডিও বার্তায় মেগান বললেন, ‘কিছু না বলাটাই সবচেয়ে বড় ভুল। জর্জ ফ্লয়েডদের জীবন খুব দামি।’
১৯৯২ সালে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় চার শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিগৃহীত হয়ে প্রাণ হারিয়েছিলেন কৃষ্ণাঙ্গ বাইক আরোহী রডনি কিং। সেই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। গোটা দেশে বর্ণবিদ্বেষী বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল। নিহত হয়েছিল ৫৯ জন।
প্রায় চার দশক আগেকার সেই লজ্জাজনক ঘটনার সময় প্রতিবাদে গর্জে উঠেছিলেন মেগান নিজেও। সে কথা মনে করে তিনি বললেন, ‘আমার মনে পড়ছে কারফিউয়ের কথা। মনে পড়ছে, গাড়িতে বাড়ি ফেরার সময়ে দেখেছিলাম, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।’
তিনি বললেন, ‘বেশ কয়েকদিন ধরেই ভাবছি, কিছু বলব। আজ সুযোগ পেয়ে গেলাম। ভাবতে লজ্জা লাগে, এখনও আমাদের সমাজে বর্ণবৈষম্য আছে! ১৯৯২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ২০২০ সালে, ভাবতে পারিনি। জর্জের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কৃষ্ণাঙ্গদের জীবনের মূল্য।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Shabbir Khilogramy ৬ জুন, ২০২০, ২:০৪ এএম says : 0
I am fortunate that I live in Bangladesh.
Total Reply(0)
মুবীন ৬ জুন, ২০২০, ৫:৪০ এএম says : 0
মানবরচিত সংবিধানের অবসান ছাড়া কখনও বর্ণবিদ্বেষের মূলোৎপাটন সম্ভব নয়।
Total Reply(0)
Mubin ৬ জুন, ২০২০, ৬:৩৩ এএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন মানবরচিত সংবিধানে বর্ণবিদ্বেষের অবসান সম্ভব নয়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন