বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সীমান্তে নতুন সেনা কমান্ডার নিয়োগ চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১১:৫৬ এএম

চীন ভারতের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। দুই দেশই সীমান্ত এলাকায় তাদের অবস্থান পাকাপোক্ত করছে। লাদাখ বাড়াচ্ছে সেনা মোতায়ন। এর মধ্যেই সেনাবিভাগে নতুন জেনারেল নিয়োগ করল চীন।

চীনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। গত ১ জুন চীনের একটি রিপোর্টে এই খবর নিশ্চিত হয়েছে। নতুন এই নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে কূটনৈতিক শিবির।

জেনারেল জু ওইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে। তাই কৌশলগত ভাবেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আবার আজ শনিবারই দু’দেশের সামরিক পর্যায়ের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে জু ওইলিংয়ের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও কূটনৈতিক শিবিরের মত।

চীনের ওই রিপোর্টের সূত্রে জানা গেছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Subrata Vhattacharjee ৬ জুন, ২০২০, ৯:০৮ পিএম says : 0
Sena barate hobe.pichhe behind haatna.swara bushes hamare Saath hay.jawaab jotur Sena.ehi Moka jay.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন