শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা শনাক্তে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ ভারত

রয়টার্স | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনায় টানা তিন দিন ৯ হাজারের বেশি আক্রান্ত হলো ভারতে। তাতে বিশ্বে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শুক্রবার একদিনে ৯ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।
এদিকে গত একদিনে ভারতে করোনায় রেকর্ড ২৯৪ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৬৪২ জন। ভারতে অবশ্য ১ লাখ ১৪ হাজার ৭৩ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৪২। আর ইতালিতে মোট কোভিড-১৯ রোগ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জনের। ইউরোপের দেশটিকে ছাড়িয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিলো ভারত। এই তালিকায় তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য ও স্পেন। মাত্র এক সপ্তাহ আগে আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে নবম স্থানে উঠেছিল ভারত। এরপর কদিনের মধ্যে জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে সাতে জায়গা করে তারা। এবার তারা ছাড়িয়ে গেল ইতালিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন