শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের বসতি নির্মাণ কর্মকান্ড যুদ্ধাপরাধের শামিল : আরব লীগ

ফিলিস্তিনিদের পক্ষে তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১২:০১ এএম

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ইসরাইল সরকার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে খোদ ইসরাইলিরাই বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার রাতে তেল আবিবে কয়েক হাজার ইসরাইলি এই বিক্ষোভে অংশ নেন। খবর এএফপি’র। বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরাইলি ও ফিলিস্তিনের পতাকা। ছিল পশ্চিম তীর দখল বিরোধী স্লােগান লেখা প্ল্যাকার্ড। বেশ কয়েকটি এনজিও ও বামপন্থী রাজনৈতিক দল এই বিক্ষোভের উদ্যোগ নেয়। চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্য নিয়ে বিতর্কিত এক পরিকল্পনা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান নদী ঘেঁষা ফিলিস্তিন অধ্যুষিত এলাকা পশ্চিম তীরে ইহুদি জনগোষ্ঠীর বসতি স্থাপন এবং ইসরাইল সরকারের অন্যান্য কৌশলগত কার্যক্রমে সবুজ সংকেত দেন। অপরদিকে, ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তি করার ইহুদিবাদী ইসরাইলের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আরব লীগ। একইসঙ্গে সংস্থাটি বলেছে, ইসরাইলের এই ধরনের অবৈধ এবং নিন্দনীয় পদক্ষেপ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল। ২২ সদস্যের আঞ্চলিক জোট আরব লীগ গতকাল ৫ জুন ৫৩তম নাকসা বা বিপর্যয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, জেরুজালেম আল কুদস বা বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠা করাই এ সংস্থার প্রাথমিক লক্ষ্য। এছাড়া তেল আবিব সরকারের প্রতি নজিরবিহীন সমর্থন দেয়ায় এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে অবৈধ বসতি অব্যাহত রাখার জন্য ইসরাইলকে আসকারা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছে আরব লীগ। এএফপি, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন