বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে আদালতের এপিপি’র বাসভবনে চুরি সংঘটিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৬:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে সোমবার দুপুর ১২টার
দিকে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ অজ্ঞাত চোরের দল
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক
প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদ’র রহমপুরস্থ বাসভবনের তালা
কেটে অন্তত: ১০ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নেয়। ঘটনার
পর কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নীলগঞ্জ ইউপি
চেয়ারম্যান ও কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি
নাসির উদ্দীন মাহমুদ ও তাঁর স্কুল শিক্ষিকা স্ত্রী বাসায় অনুপস্থিত থাকার
সুযোগে অজ্ঞাত চোরের দল বাসভবনের দরজার তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।
অত:পর ষ্টীলের আলমিরা ভেঙ্গে ১০ভরি স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা
চুরি করে নেয়। ঘটনার পর কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক শওকত জাহান সহ
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদ জানান, ঘটনার সময় তিঁনি ও তাঁর স্কুল
শিক্ষিকা স্ত্রী ছেলে সহ বাসার বাইরে ছিলেন। এ সুযোগে চোরের দল তাঁর বাস
ভবনের তালা কেটে প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত করে ১০ভরি স্বর্নালংকার ও
নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নেয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার
করেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রকাশ্য দিবালোকে শহরে একের পর এক চুরি সংঘটিত হওয়ায় স্থানীয়দের
মধ্যে চুরি আতংক ছড়িয়ে পড়েছে। এতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশের
ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন