শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহারাষ্ট্রেই চীনের চেয়ে বেশি রোগী শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০১ এএম

গোটা ভারতের মধ্যে মহারাষ্ট্রেই করোনা সংক্রমণের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এই রাজ্যে ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা করোনার প্রথম আক্রান্ত দেশ চীনের থেকে বেশি। চীনে মোট কোভিড-১৯ রোগী পাওয়া গেছিল ৮৪ হাজার ১৯১ জন। এছাড়া মহারাষ্ট্রে করোনায় মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ। শুধু তাই নয়, করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে পাকিস্তানকে টপকে গেছে এই রাজ্য। বিবিসি জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হলেন ৮৫ হাজার ৯৭৫ জন। গোটা রাজ্যে দুই হাজার ৫৫০-এর বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যায় এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৩১ হাজার ৬৬৭ জন। রাজধানী দিল্লিতে মোট ২৭ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাটে মোট আক্রান্ত ২০ হাজার ৭০ জন। মহারাষ্ট্র পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, লকডাউন কার্যকর করার জন্য গোটা রাজ্যে এখন পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৪২৪টি মামলা দায়ের করা হয়েছে। লকডাউনের নিয়ম ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে ২৩ হাজার ৮৬৬ জনকে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন