শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আল্লামা শাহ আহমদ শফী আইসিউতে

মেডিক্যাল বোর্ড গঠন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

দেশের প্রবীণ আলেম হেফাজতে ইসলামের আমির হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা স্থিতিশীল রয়েছে। ৭ জন চিকিৎসক নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে হেফাজত নেতারা জানান, আইসিইউতে চিকিৎসাধীন আল্লামা শফী নানা রকম বার্ধক্যজনিত রোগে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার অন্যকোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চমেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

অবস্থার অবনতি হলে ১০৩ বছর বয়সী এই আলেমকে হাটহাজারী মাদরাসা থেকে রোববার রাতে চমেক হাসপাতালে আনা হয়। তখন থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাকে সর্বশেষ গত ১১ এপ্রিল নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি ঘটলে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হলে হাটহাজারীতে নিয়ে আসা হয়।

এদিকে, আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে গতকাল এক বিবৃতিতে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন