মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোভিড-১৯: সাভার-ধামরাইয়ে মৃত বেড়ে ১৯, আক্রান্ত ৮৩৮ জন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৯:৩১ এএম

ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৯জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৩৮ জনে। এদের মধ্যে সাভারে মৃত ১৭, আক্রান্ত ৬০৯জন। ধামরাইয়ে মৃত ২জন, আক্রান্ত ২২৯জন।
সোমবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৬০৯জন।
তিনি আরও বলেন, মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২হাজার ৬৪৯জনের। করোনায় আক্রান্ত ৬০৯জনের মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ২৫০জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৭জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৪০জন। আক্রান্ত অন্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৩৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্ত ২২৯জনের মধ্যে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছে ৪জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৭জন। আর আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে ২জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন