শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ত্র আইন কঠোর করার আহ্বান

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিউনিখে হামলার পর জার্মানির ঊর্ধ্বতন রাজনীতিবিদরা আগ্নেয়াস্ত্র বিক্রি নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের ডাক দিয়েছেন। ভাইস-চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল বলেন, প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের ক্রয়-বিক্রয় সীমিত করতে সম্ভাব্য সবকিছু করা উচিত। তিনি বলেন, মারাত্মক আগ্নেয়াস্ত্র কেনা-বেচা সীমিত করতে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যব¯াই আমাদেরকে গ্রহণ করে যেতে হবে। অস্ত্র নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অস্ত্র আইন পুনমূল্যায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দিময়েজিয়াও। গত শুক্রবার সন্ধ্যায় আলি ডাভিড সম্বুলি নামে ১৮ বছর বয়সী এক ব্যক্তি মিউনিখের একটি খাবারের দোকান ও একটি শপিংমলে হামলা চালিয়ে নয় জনকে হত্যার পর আত্মহত্যা করে। পরে তার কাছে একটি পিস্তল ও তিনশর বেশি গুলি পাওয়া যায়। শুক্রবার নিহত ৯ জনের মধ্যে সাতজনই কিশোর। যাদের তিনজন কসোভো, তিনজন তুরস্ক ও একজন গ্রিসের নাগরিক ছিল। এ হামলায় আরও ২৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশাঙ্কাজনক। জার্মানি ও ইরানের দ্বৈত নাগরিক সম্বুলির সুনির্দিষ্ট মানসিক সমস্যা থাকার পরও সে কিভাবে অস্ত্র কিনতে সক্ষম হল সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান গাব্রিয়েল। বিশ্বের যেসব দেশে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন রয়েছে জার্মানি তার একটি। সেখানে আগ্নেয়াস্ত্রের ক্রেতার বয়স অবশ্যই ২৫ বছরের উপরে হতে হবে এবং সে কোনো মানসিক রোগে আক্রান্ত কিনা তা অবশ্যই পরীক্ষা করে দেখা হবে। জার্মানিতে সরাসরি স্বয়ংক্রিয় অস্ত্র ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এছাড়া, প্রতিযোগিতামূলক শুটিং ও শিকারের কাজ ছাড়া আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন