বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অফগান ম্যাচ দিয়েই বাংলাদেশের বাছাই মিশন

ভুয়া দল নিয়ে ক্ষুব্ধ জেমি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রæপে এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাছাই পর্বের বাকি ম্যাচগুলো আয়োজনের নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। নতুন সূচী অনুযায়ী ফের বাংলাদেশের বাছাই মিশন শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসে। ৮ ও ১৩ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান বিপক্ষে সিলেটে এবং দোহায় কাতারের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। এরপর ঢাকায় ১২ ও ১৭ নভেম্বর ভারত এবং ওমানকে মোকাবেলা করবে জামাল ভূঁইয়া বাহিনী।
এই চার ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্য ৫ থেকে ৬ সপ্তাহ সময় চেয়েছিলেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে। অনুশীলন শুরু করার আগে আগস্টে জাতীয় দল ঘোষণার কথা বলেছিলেন তিনি। কিন্তু এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করে দেয়া হয়েছে! যা সোমবার ফেসবুকে ভাইরাল হয়েছে। জেমি ডের নাম করে কে বা কারা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের জন্য ৩৫ জনের একটি তালিকা বানিয়ে ভাইরাল করেছে। বলা হয়েছে- কোচ জেমি ডে প্রাথমিক ক্যাম্পের জন্য এই তালিকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দিয়েছেন। এই তালিকা জেমি’র চোখেও পড়েছে। তিনি এমন অপপ্রচারে দারুণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গতকাল লন্ডন থেকে এই প্রতিবেদককে জেমি বলেন,‘আমি তো কোনো দলই ঘোষণা করিনি। কিন্তু তার আগেই কে বা কারা এই তালিকা দিয়েছে? এটা আসলে ঠিক হয়নি। আমি এটা দেখে বিস্মিত। ৩৫ জনের কাল্পনিক তালিকা যেই তৈরি করুক, সেখানে অনেকের পছন্দের ফুটবলার নেই। তাই তো সমালোচনা শুরু হয়েছে-‘অমুককে ডাকা হয়নি’- অবাক কান্ড! আবার কেউ বলছেন ‘অমুককে নেয়া হয়েছে-খুব ভালো চয়েজ।’
তিনি আরো বলেন, ‘যখন কোনো খেলাই নেই, তখন কে বা কারা এ তালিকা বানিয়েছে। এটা ঠিক না, ব্যাড প্র্যাকটিস। এতে ফুটবলাররা বিভ্রান্ত হন। জাতীয় দলের উপর প্রভাব পড়ে। যেখানে আমি কিংবা বাফুফে থেকে দল দেয়া হয়নি সেখানে কীভাবে খেলোয়াড়দের নাম চলে আসলো। বিষয়টা আমার বোধগম্য নয়। আমি সত্যিই বিরক্ত হয়েছি। কি হাস্যকর ব্যপার!’ জেমি ডে যোগ করেন, ‘বেশ কয়েকজন ফুটবলার আমার কাছে জানতে চেয়েছেন তারা কেন স্কোয়াডে নেই। আমি তাদের সত্যটা বলেছি- এটা আসলে আমার দল নয়। আমি আগামী আগস্টের আগে দল ঘোষণা করবো না। কেননা এখন পর্যন্ত দলই তো চূড়ান্ত হয়নি। সর্বশেষ পরিস্থিতি দেখেই দল দিতে হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন