শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে এনজিও কর্মী,ফল দোকানি ও জুয়ারিসহ ১২ জনের জরিমানা

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৩:২৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি আদেশ না মেনে জোর করে ঋণের কিস্তি আদায় করায় দুই এনজিওর ৪ মাঠ কর্মীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। বুধবার বিকেলে পৌর সভার পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমান আদালত। এরা হলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র মাঠকর্মী জাহাঙ্গীর আলম,নুর আহাম্মদ এবং বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন ‘বিজ’ এর মাঠ কর্মী শরিফুল ইসলাম ও ফজলে রাব্বি। এরপর সরকারি আদেশ অমান্য করায় তাদের প্রত্যেকের এক হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বক্কর ও দেবু চন্দ্র নামে দুই জুয়ারি এবং ফলমুলসহ ৬ দোকানির জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ৪ এনজিও কর্মী, দুই জুয়ারি ও ৬ দোকানিসহ মোট ১২ জনের প্রত্যেকের এ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুতফুল হাসান ১২ জনের ১২ হাজার টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন