শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াইহাজারে পৌর কাউন্সিলরের টেক্সটাইল মিলে আগুণ দিয়েছে দূর্বৃত্তরা

৫লাখ টাকার ক্ষতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৪:৪৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাগেরচর এলাকায় অবস্থিত ভাই ভাই টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। 

বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় একদল দূর্বিত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মিলটিতে। অগ্নিকান্ডে মিলের ৫ লক্ষাধিক টাকার কাপড় ও সূতা পুড়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।

খবত পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টেক্সটাইল মিলের মালিক আড়াইহাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, রাতে কে বা কারা পেট্রোল ঢেলে আমার মিলে আগুন ধরিয়ে দেয়। মূলত রাজনৈতিক প্রতিপক্ষরাই এ কাজটি করেছে।

তিনি জানান, এতে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার মিলে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই লাগানো আগুন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাজাহান জানান, আগুনে ৫ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি। অগ্নিকান্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাপ নিরূপণের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন