শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

মাসিকের সময় স্তন ব্যথা

| প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০২ এএম

স্তনে ব্যথা আমাদের দেশের মেয়েদের খুব পরিচিত সমস্যা। এমন সমস্যা হয়নি এরকম মেয়ে খুব কম পাওয়া যাবে। স্তনের ব্যথা হলেই যে খারাপ সমস্যা এরকম অনেকেই আবার ভেবে নেন। আসলে স্তনের ব্যথা মানেই খারাপ কিছু এরকম কিন্তু নয়। তবে এরকম সমস্যা হলে লুকিয়ে না রেখে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
স্তনের সমস্যা নিয়ে যেসব মহিলা ডাক্তারের শরণাপন্ন হন তার প্রধান কারণ ব্যথা। আর এ সমস্যা হলেই রোগীরা ভাবেন ক্যান্সার হয়েছে। স্তন ব্যথার অনেক কারণ আছে। তার মধ্যে একটি হচ্ছে ক্যান্সার। আবার মাসিকের সময়ও স্তনে ব্যথা হয়। এইসময় অনেকেই ভয় পেয়ে যান । খারাপ কিছু ভেবে নেন। যদিও এই ব্যথা নিয়ে আতংকের কিছু নেই।
মাসিকের সময় স্তনে ব্যথা মাসিকের ঠিক আগে শুরু হয়। মাসিক শুরুর পরপরই সাধারণত এই ব্যথা বন্ধ হয়ে যায়। মাসিকের সময় ব্যথা সাধারণত দুই স্তনেই হয়। কমবয়সীদের এই সমস্যা বেশি দেখা দেয়। এ জাতীয় সমস্যা ২০ থেকে ৩০ বছর বয়সী মেয়েদের মধ্যেই বেশি হয়। এ ক্ষেত্রে স্তনের উপরের অংশের বাইরের দিকে ব্যথা বেশি অনুভূত হয় এবং অনেক সময় ব্যথা আশেপাশে ছড়িয়ে যেতে পারে। অনেক সময় একটি স্তনে অন্যটির চেয়ে বেশি ব্যথা হয়।
এই ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে আপনা আপনিই চলে যায় । তেমন চিকিৎসারও প্রয়োজন হয়না। তবে ব্যথা বেশি হলে প্রয়োজনবোধে কিছু চিকিৎসা দিতে হতে পারে। সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শে তা নেয়া উচিত।
বিভিন্ন হরমোনের তারতম্যের কারণে এরকম সমস্যা হয়। তাই এই বিষয়ে সবার সচেতনতা দরকার। সমস্যা বেশি মনে হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ms sirina ২৬ জানুয়ারি, ২০২১, ৭:২৫ পিএম says : 0
মাসিকের সময় স্তনে দুধ আসার কারণ কি
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন