শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মসজিদে হামলায় কারাদন্ড

রয়টার্স | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০১ এএম

মসজিদে বন্দুক নিয়ে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত এক তরুণকে ২১ বছরের কারাদÐ দিয়েছে ইউরোপের দেশ নরওয়ের একটি আদালত। বয়সের সাথে মিল রেখে এই সাজা দেওয়া হয়। গত বছরের আগস্টে রাজধানী অসলোর পশ্চিমে বায়েরুম শহরে আল-নূর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।
ফিলিপ ম্যানশাউস নামে একুশ বছরের শ্বেতাঙ্গ তরুন মসজিদটিতে ঢুকে প্রকাশ্যে গুলি চালান। উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদের ঘটনা হিসেবে দেখা হয় এই হামলাকে।

পুলিশের তদন্তে উদ্ঘাটিত হয় যে, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ফিলিপ। গত বছর মার্চে ক্রাইস্টচার্চের ওই ঘটনায় ব্রেনটন ট্যারেন্ট নামে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী ৫১ জন মুসল্লিকে গুলি করে হত্যা করে।

তবে নরওয়েতে আল-নূর মসজিদে মুসল্লিদের ওপর গুলির ঘটনায় গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলা চালিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন ফিলিপ। তবে ঘটনার কিছুক্ষণ পর তার সৎবোনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় একটি বাড়ি থেকে। যার জন্য ফিলিপকে অভিযুক্ত করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন