করোনা আতঙ্কে যশোর ২৫০ বেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে গত এক মাসে মোট ২৮ জন পালিয়ে গেছে। এই তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয় জেলার বিভিন্ন স্থানের ২৮ জন নারী ও পুরুষ। হাসপাতাল সূত্র জানায়, গত ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত গত এক মাসে মোট ২৮ জন আইসোলেশন থেকে পালিয়ে গেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন দৈনিক ইনকিলাবকে জানান, করোনার আতঙ্কেই মূলত আইসোলেশন ওয়ার্ড থেকে পালানোর ঘটনা ঘটেছে। আমরা আতঙ্কিত না হওয়ার জন্য ডাক্তার ও নার্সদের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি। তারপরেও করোনা উপসর্গ দেখা দিলেই কিছু মানুষ চরম আতঙ্কিত হয়ে ওঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন