শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গত মধ্যরাত থেকেই মোবাইলে বাড়তি টাকা কাটা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১১:২৯ এএম

বৃহস্পতিবার মধ্য রাত থেকেই নতুন বাজেটের বাড়তি টাকা কাটা শুরু হয়েছে। মোবাইল ফোনের সিই কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরই মধ্যরাত থেকে এসএমএস, কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রাহকের কাছ থেকে এই বাড়তি অর্থ নেওয়া শুরু করেছে।


২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১১ জুন) মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন।

পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে মোবাইল ফোনের সেবায় ১৫ শতাংশ ভ্যাট, এক শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য খরচ মিলে ২৭ দশমিক ৭৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৩ দশমিক ২৫ শতাংশ।

মোবাইল ফোন অপারেটররা বলছে, আগে ১০০ টাকা খরচ করলে সরকারকে ২১ টাকা ৫৭ পয়সা দিতে হতো। পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ায় এখন তা হবে ২৪ টাকা ৯৫ পয়সা। এই বাড়তি খরচ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। ১০০ টাকায় ২৫ টাকা কাটছে গাহকদের।
তবে ইন্টারনেটের ক্ষেত্রে ভ্যাট পাঁচ শতাংশ হওয়ায় ডেটা ব্যবহারে কিছুটা কম খরচ হবে বলে জানায় অপারেটররা।

বিটিআরসির সর্বশেষ মার্চ মাসের হিসেবে, বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখথ ৩৭ হাজার। আর ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Abul KalamAzad ১৩ জুন, ২০২০, ৮:০০ এএম says : 0
দেশকে Digitalisation করতে হলে Internet charge কমানো উচিত। এই মুহূর্তে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য তাড়া internet নির্ভর। বিষয়টি মাথায় রাখা উচিৎ নয় কি?
Total Reply(0)
মোঃ জাকির হোসেন ১৩ জুন, ২০২০, ১:১৮ পিএম says : 0
সরকারি কাজ করতে গিয়ে অনেক কর্মকর্তা/ কর্মচারী ব্যাক্তিগত ব্যয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাই ইন্টারনেট ব্যবহারের জন্য অর্থ বরাদ্দ রাখার অনুরোধ করছি/ ইন্টারনেট রেট না বাড়ানোর দাবি করছি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন