শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে ভারতীয় দূতাবাস কর্মীর সন্তানদের দেশে পাঠানোর নির্দেশ

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জঙ্গী হামলার আশঙ্কায় ভারতীয় দূতাবাসের কর্মীদের সন্তানদের ইসলামাবাদের স্কুলে না পড়িয়ে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামাবাদের স্কুলগুলো ভারতীয় দূতাবাসে কর্মীদের সন্তানদের জন্য মোটেও নিরাপদ নয়। তাই তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মীদের ৫০ জন সন্তান বর্তমানে দেশটিতে অধ্যয়নরত আছে। নিরাপত্তার কথা ভেবেই তাদের পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, মাঝে মাঝেই দূতাবাসগুলোর কর্মীদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। পাকিস্তানের ক্ষেত্রেও এটাই করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান শিক্ষাবর্ষ থেকেই শিশুদের পাকিস্তানের বাইরে অন্য যে কোন জায়গায় স্কুলে ভর্তি করাতে হবে। ফলে বর্তমানে বন্ধ থাকা পাকিস্তানের স্কুলে ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানরা আর ফিরছে না। ছুটির পর তারা ভারতে ফিরবে অথবা অন্য কোন দেশে ভর্তি হবে। তবে সরকারি সূত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দাদের পাঠানো সতর্কতার পর এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। গোয়েন্দা সূত্রের মতে, দূতাবাসের কর্মীদের সন্তানরা হলো জঙ্গিদের সফট টার্গেট। বর্তমানে পাকিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জঙ্গিরা শিশুদের টার্গেট করতে পারে। সে জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হলো। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন