বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দুইজন মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ১:২৪ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৪০ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
৩৫বিজিবি, জামালপুরের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, রোববার (১৪ জুন ২০২০) ভোরে রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দুবলাবাড়ী এলাকায় গমন করে ওঁৎ পেতে থাকে। টহলদল ২জন লোককে নদীর পাড় দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ ফয়জল হককে ৮৪০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১,৫০০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত আসামীর দেয়া তথ্য অনুযায়ী সকালে তার সাথে থাকা মোঃ ফরিদ মিয়াকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারি মোঃ ফয়জল হক (৩৫), পিতা-মোঃ হজরত আলী, গ্রাম-পূর্ব দুবলাবাড়ী এবং মোঃ ফরিদ মিয়া (৫০), পিতা-মৃত মজিদ আলী, গ্রাম-বকবান্দা উভয়ের পোষ্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মাদক কারবারিদেরকে ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন