বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে পুলিশ উপ-পরিদর্শকসহ চারজন করোনায় আক্রান্ত

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৫:৪২ পিএম

ভোলার দৌলতখানে নতুন করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহ চার জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দৌলতখান উপজেলায় মোট নয় জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই নয় জনের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। বাকীরা এখনও চিকিৎসাধীন রয়েছে। নতুন আক্রান্ত চারজনের মধ্যে তিন জন দৌলতখান পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাকী একজন দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই)।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (০৯জুন) ও শনিবার (১১জুন) জ্বর,সর্দি,কাশি ও গলা ব্যথা অনুভাব করলে থানার উপ-পরিদর্শক (এসআই) সহ চারজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ পরীক্ষার জন্য পাঠান। শনিবার (১৩ জুন) রাতে তাদের পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন করা হয়েছে। ইতোমধ্যে দু‘টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন