শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১২:০০ এএম

বেপরোয়া মানবপাচারকারী চক্র

ভালো চাকরি আর নিরাপদ জীবনযাপনের আশায় দালালের হাতে লাখ লাখ টাকা দিয়ে মানুষগুলো যখন ঘর থেকে বের হন- তখন থেকেই বিপদ শুরু হয়। তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দালাল চক্র। তখন থেকেই তারা জিম্মি হয়ে পড়েন। কাক্সিক্ষত দেশ পর্যন্ত যেতে দেশে দেশে দালাল চক্রের কাছে বিক্রি হন। বিক্রি হতে হতে কারও ভাগ্য সুপ্রসন্ন হলে ধাপে ধাপে বিরাট অংকের টাকা দিয়ে বিদেশ যেতে পারেন। আবার যাদের ভাগ্য সহায় হয় না- তারা বিভিন্ন দেশের জেলে স্থান পান। ইউরোপ পাচারকারীদের প্রথম ‘ট্রানজিট পয়েন্ট’ লিবিয়া। লিবিয়ায় দালালরা তাদের একটি ঘরে বন্দি রাখে। এরপর শুরু হয় লোমহর্ষক ভয়ঙ্কর সব ঘটনা। ইউরোপগামীদের ওপর দালাল চক্র চালায় নির্মম নির্যাতন। দফায় দফায় টাকা নেয়ার পর সাগর পথে পাঠানো হয় ইতালির উদ্দেশে। সেখানেও দালাল চক্রের আরেকটি অংশের হাতে আটক থাকতে হয়। যারা তীরে ভিড়তে পারেন তাদের কাছ থেকে আবারও টাকা আদায়ের নির্যাতন চলে। কয়েক দফা টাকা দেয়ার পর ভাগ্য সহায় হলে অবৈধভাবে কাজের সুযোগ পান অনেকে। এসব মানবপাচারকারীদের নিয়ন্ত্রণ করা দরকার। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা খুবই জরুরি, অন্যথায় এরা বিপদজনক খেলা করতেই থাকবে।
মো. জিল্লুর রহমান
গেন্ডারিয়া, ঢাকা।


তরুণদের ফেসবুক আসক্তি
আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারীদের বেশিরভাগই ছাত্রছাত্রী ও তরুণ। পারস্পরিক যোগাযোগ ও বার্তা আদান-প্রদানে ফেসবুকের জুড়ি নেই। তবে এর ব্যবহারে সুফল থাকলেও পাশাপাশি রয়েছে ভয়াবহ কুফল। সঠিক নজরদারি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ বাড়ছে। রাত জেগে ফেসবুকে মূল্যবান সময় নষ্ট করে নিজের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যেরও ক্ষতি করছে অনেকে। এতে তরুণ প্রজন্মের একটা বড় অংশ নিজেদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, আপত্তিকর মন্তব্য প্রদান, অনলাইনে নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন সামাজিক অপরাধেও জড়িয়ে পড়ছে অনেকে। তরুণদের এই আসক্তি থেকে মুক্ত করা না গেলে জাতি বৃহদাকারে ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে পরিবারকেই সচেতন ও কঠোর হতে হবে। তার সঙ্গে সরকারকেও অবশ্য এ আসক্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মো. আল-আমিন মিয়া
বাহুবল, হবিগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন