শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালী পৌর শহরে করোনা পজেটিভ রোগী বৃদ্ধির কারণে পাঁচটি ওয়ার্ডকে রেড জোন, লকডাউনের সুপারিশ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২০, ৮:৫৯ পিএম

পটুয়াখালী পৌর শহরের করোনা পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার পাঁচটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছে পটুয়াখালী জেলা কমিটি।
আজ বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সবাই পটুয়াখালী পৌরসভার ২,৩,৬,৭ও৮ নং ওয়ার্ডকে রেডজোন,৪ও৫ নং ওয়ার্ডে ইওলো জোন এবং ১,ও ৯ নম্বর ওয়ার্ডকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় করোনা প্রতিরোধ কমিটির কাছে লকডাউন ঘোষণার জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন