বরুড়া উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বরুড়ায় গতকাল জেলার সরকারি স্বীকৃতি প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা অডিটরিয়ামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার নাজীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর.এইচ.এম আলাওল কবির, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আজম উদ্দিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজালাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মো. কবির হোসেন প্রধানিয়া, শিক্ষক প্রতিনিধি প্রভাষক নিখিল চন্দ্র পাল, অভিভাবক প্রতিনিধি মো. খোরশেদ আলম এম.এ, শিক্ষার্থী ভিপি জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী আলী আকবর ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুফতী শাহজাহান ছিদ্দিকী। কোরআন তিলাওয়াত করেন হাফেজ নাজমুল হাসান। নাত পরিবেশন করেন মো. নাঈম হোসেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন