শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে নতুন আক্রান্ত ৭০ জন

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১০:৪০ এএম | আপডেট : ১১:০৩ এএম, ১৫ জুন, ২০২০

১৪ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের রিপোর্ট পজিটিভ আসে।   

 
এর মধ্যে কক্সবাজার সদরের ৫৪ জন, উখিয়ার ৫ জন, রামুর ২, মহেশখালীর ১ জন, টেকনাফের ৫ ও কুতুবদিয়ায় রয়েছে ৩ জন। এছাড়াও ১ জন রয়েছেন ফলোআপ । ১ জন রয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার এবং ৪ জন রয়েছেন বান্দরবানের।  
    
বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা অনুপম বডুয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
 
১৪ জুন পর্যন্ত ৩৮ জন রোহিঙ্গাসহ কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা হল ১হাজার ৫১৫ জন। এপর্যন্ত কক্সবাজারে করোনায় মারাগেছে ৩ জন রোহিঙ্গাসহ ২৫ জন। তবে করোনা উপসর্গে মারাগেছে আরো ১৫ জন।  
 
এর মধ্যে সর্বোচ্চ আক্রান্তের ৬৮৯ জন হলো কক্সবাজার সদরে। এর পর রামুতে ১১৬, উখিয়ায় ২২৭, চকরিয়ায় ২৪৯, পেকুয়ায় ৭২, মহেশখালীতে ৫৪, টেকনাফে ১০১ ও কুতুবদিয়ায় ৭ জন এবং রোহিঙ্গা রয়েছে ৩৮ জন।
 
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ এপ্রিল থেকে সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩৭৫ জন। আক্রান্তদের মধ্য থেকে এপর্যন্ত
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৪ জন।  
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন