শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৭ জন করোনা শনাক্ত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ৩:০০ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হচ্ছেন রাজাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল।

সোমবার রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল তার পারসোনাল ফেইসবুক আইডিতে এ তথ্য প্রকাশ করেন।

এছাড়াও গত দুদিনে রাজাপুর স্বাস্থ্য বিভাগের জৈষ্ঠ্য কর্তাসহ একজন রাজাপুর থানার এএসআই, কৃষি কর্মকর্তা, একজন স্বাস্থ্যকর্মী উপজেলার গালুয়া ইউনিয়ে একজন পুরুষ এবং মঠবাড়ি একজন নারী, বড়ইয়ায় একজন নারীসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত   প্রকাশিত হয়েছে।

নতুন শনাক্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন বা আইসোলেশনে আছে কিনা, তা জানা যায়নি।  

গালুয়া ইউপি চেয়্যারম্যান মো. মুজিবুল হক কামাল, মঠবাড়ি ইউপি চেয়্যারম্যান মো. মোস্তফা কামাল সিকদার, বড়ইয়া ইউপি চেয়্যারম্যান মো. শাহ আলম মন্টু তারা এ ব্যাপারে কিছু জানেন না, নতুন শনাক্তকৃতদের হোম আইসোলেসনে না প্রতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হয়েছে কিনা তারা কিছুই জানে না বলে মুঠোফোনে জানান।

এই নিয়ে রাজাপুর উপজেলায় মোট ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন