বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কবরস্থান উচ্ছেদের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ১২:০০ এএম

পশ্চিম তীরে ভূমি দখল ও বসতি স্থাপনের লক্ষ্যে ইয়াফা শহরে অবস্থিত ফিলিস্তিনের ঐতিহাসিক কবরস্থান গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এর প্রতিবাদে শহরের বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছে ইসরাইলি পুলিশ। মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ইয়াফা শহরের উত্তরে অবস্থিত ঐতিহাসিক আল-ইসাফ কবরস্থানটি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তারপর সেনাসহ সেখানে পাঠানো হয় বুলডোজার। শুক্রবার এই সিদ্ধান্তের প্রতিবাদে জুম্মার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে কবরস্থানের দিকে অগ্রসর হন। সেখানে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকা পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড বোম্ব ব্যবহার করে পুলিশ। এর আগে শুক্রবার জুমার বয়ানে আল-আকসা মসজিদের ইমাম শেখ একরেমা সাবরি বলেন, কবরস্থান মুসলিমদের স্থান। এর মালিকানা মুসলিমদের। ইসলামে সমাধিত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করার কথা উল্লেখ আছে। তাই তাদের সম্মান রক্ষায় কবরগুলো রক্ষা করাও আমাদের দায়িত্ব। তিনি বলেন, আমি সবাইকে আহবান জানাই, এই কবরস্থান রক্ষা করার জন্য। এই কবরস্থান রক্ষা করা মানে আপনাদের ভূমি রক্ষা করা। তিনি আরো বলেন, আমার বিশ্বাস, এই কবরস্থান স্বয়ং আল্লাহ রক্ষা করবেন। এর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর নির্ভরশীল থাকলে হবে না। জানা যায়, আল-ইসাফ কবরস্থানটি তৈরি করা হয়েছিল অটোম্যান শাসনামলে। কয়েক শতাব্দী ধরে ফিলিস্তিনিরা এখানে প্রিয়জনদের কবর দিয়ে আসছেন। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন