মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৯:২৩ এএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।

লেখক ও সাংবাদিক ইসমাঈল হোসেন দিনাজী তার ফেইসবুকে লিখেন, ‘চলে গেলেন বদরউদ্দিন কামরান। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান (৬৯) আজ ১৫ জুন সোমবার রাত ৩.৪০ টায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি। উল্লেখ্য, বেগম কামরানও করোনাক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’

দোয়া প্রার্থনা করে সাংবাদিক শহিদুল ইসলাম খোকন লিখেন, ‘না ফেরার দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। করোনা কেড়ে নিল আরেক বিদগ্ধ রাজনীতিককে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন।

স্মৃতিচারণ করে সাংবাদিক রফিকুল ইসলাম রনি লিখেন, ‘‘শোক মিছিলটা দীর্ঘই হচ্ছে-- মোহাম্মদ নাসিম ভাই, শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই- শেষ পর্যন্ত সিলেটের গণমানুষের নেতা বদর উদ্দিন কামরান ভাইও চলে গেলেন না ফেরার দেশে। যখনই সিলেট গিয়েছি, তখনই সার্বক্ষণিক খোঁজখবর রাখতেন। ছিলেন সিলেটের মেয়র, অনেক বড় মাপের নেতা হওয়ার পরও নিজেই ছুটে আসতেন, আমি যে হোটেলে উঠতাম সেখানে। ভাইয়ের সঙ্গে দেখা করতে আমি নিজে যেতে চাইলেও তিনি বলতেন, ‘রনি ভাই আপনি আমার মেহমান। আপনি থাকেন, আমি নিজেই আসছি।’ একটা মানুষ কতটা গণমুখী রাজনীতিবিদ হলে এমনটা করে? আমাকে কতটা ভালবাসতেন তা বোঝাতে পারবো না। হয়ত কিছু সহকর্মী এর সাক্ষীও আছেন। দেখা কম হলেও প্রায় সপ্তাহে ফোন দিতেন, আমার লেখাটা ভাল হয়েছে বলে শুরু করতেন কথা বলা। এরপর বলতেন, ‘রনি ভাই, ভাবীকে নিয়ে সিলেটে আসেন। ঘুরে যান।’ বলেছিলাম, আসবো- সিলেট। এই তো করোনায় আক্রান্ত হওয়ার তিন-চারদিন আগে ফোনে বললেন, ‘রনি ভাই আপনি সাবধানে থাকবেন।’ পরিস্থিতি ভাল নয়। আমাকে সাবধানে থাকতে বলে নিজেই পরপারে চলে গেলেন? সিলেটে হয়তো যাবো, কিন্ত আপনি আর ছুটে আসবেন না হোটেলে, জড়িয়ে ধরবেন না? সকালে এমন সংবাদটার জন্য প্রস্তুত ছিলাম না কামরান ভাই। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন-আমিন।’’

কামরানের ছবি শেয়ার করে সাগর চৌধুরী লিখেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাত দান করুন, আমিন।’

আত্মার মাগফিরাত কামনা করে এমডি জোবায়ের আহমেদ লিখেন, ‘সিলেটের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য যার অবদান ছিলো অসামান্য। বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়ে তাঁর বিদায়, সত্যি আমাদের জন্য দুঃখজনক। তারপরেও মহান আল্লাহর ইচ্ছা, সুতরাং আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যার জীবনের প্রায় অর্ধেকটা সময় ছিলো মানুষের সেবার কাজে নিয়োজিত।’

সমবেদনা জানিয়ে প্রলয় চন্দ্র দে লিখেন, ‘আমরা দিন দিন ভালো রাজনৈতিক ব্যক্তিগুলোকে হারিয়ে ফেলতেছি। আরেক নক্ষত্রের বিদায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন