শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনার জন্য অস্কার পিছিয়ে ২৫ এপ্রিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৯:২৩ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে দুই মাস পেছান হল আগামী বছরের অস্কার। ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সোমবার অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।

অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন আরও জানান, প্রতিযোগিতায় ফিল্ম পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯৩তম অস্কারের মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।

অস্কারের ইতিহাসে এর আগেও তিনবার পিছিয়েছিল অনুষ্ঠান। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলেসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের উপর হামলা হওয়ার পর পেছানো হয়েছিল অস্কার। তবে এত বিলম্বিত হচ্ছে এবারই প্রথম।

করোনার কারণে অনেক চলচ্চিত্রই এবছর হলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই প্রথমবারের মতো স্ট্রিমিং বা অনলাইন মাধ্যমে মুক্তি পাওয়া ফিল্মও এবারের অস্কারের জন্য বিবেচিত হবে।

অস্কারের আয়োজনে অতিথিদের উপস্থিতি থাকবে নাকি ভার্চুয়াল করা হবে, সেই বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন