শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণ বরদাশত করা হবে না -মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৬:৫৫ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, হিন্দুত্ববাদের পক্ষে ভারতের সুপ্রিমকোর্টের দেয়া রায়ের প্রেক্ষিতে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের দৃষ্টতা মুসলিম উম্মাহ বরদাশত করবে না। ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে মসজিদই হবে, মন্দির নয়। যেখানে একবার আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠিত হয়, কিয়ামত পর্যন্ত সেখানে কোন ধরনের স্থাপনা নির্মাণেরও বৈধতা নেই। বাবরি মসজিদের জন্য বিকল্প কোন জায়গা মুসলমারা গ্রহণ করবে না।
তিনি আরো বলেন, শুধু বাবরী মসজিদ নয়, ভারতের বিভিন্ন স্থানে উগ্র হিন্দুরা অসংখ্য মসজিদ ভেঙ্গে তদস্থলে মন্দির নির্মাণ করছে, আর ভারতীয় সরকার উগ্র সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। যা মুসলিম বিশ্ব মেনে নিতে পারে না। তিনি বাবরি মসজিদ রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
আজ মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক জরুরী বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সানাউল্লাহ, মুফতি ইলিয়াছ মাদারীপুরী ও মুফতি আফম আকরাম হুসাইন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন