মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সোশ্যাল মিডিয়ার আলোচনায় জাবির আবাসিক হলে প্রভোস্টের ছাগল পালন

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২০, ৮:৩৩ পিএম

বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর কারণে বন্ধ থাকা আবাসিক হলে কর্মচারীদের দিয়ে ছাগল পালন করছেন বলে অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট অধ্যাপক ড. আলী আজম তালুকদারের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের দায়িত্বে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাবির শহীদ সালাম-বরকত হলে ছাগল পালনের খবর ও ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার কারণে হল সিলগালা করার কিছু দিন পর থেকে সেখানে ছাগল পালন শুরু করেন প্রভোস্ট অধ্যাপক ড. আলী আজম তালুকদার। বর্তমানে সেখানে পাঁচটি ছাগল পালন করা হচ্ছে। হলের কর্মচারীরাই সেই ছাগলগুলো দেখাশোনা করেছেন। আগামী কোরবানি ঈদ পর্যন্ত ছাগলগুলো পালার পরিকল্পনা আছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে ফেইসবুকে নওশাদ আলী লিখেন, ‘শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাগল পালন! এদের দ্বারা সবই সম্ভব।’

‘এই মহামারী করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো মজার মজার খবর জন্ম দিচ্ছে।’ - মোসলেহ উদ্দিন শাহেদের মন্তব্য।

মজা করে আকিব জামান লিখেন, ‘‘এতে তো কোনো সমস্যা দেখছি না। ‘একটি হল, একটি খামার প্রকল্প’- এটি!’’

বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন মোরশেদ আলম। তিনি লিখেন, ‘মাননীয় শিক্ষক ভালো কাজ করেছেন।’

প্রভোস্ট কর্তৃক হলে এই ছাগল পালনকে ‘ভালো উদ্যোগ’ মনে করছেন মুন্না পাটোয়ারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন