শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শনিবার থেকে লকডাউনের প্রস্তাব সিসিকের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:১৯ পিএম

কাল বৃহস্পতিবার (১৮ জুন) সিলেটের রেড জোন চিহ্নিত হওয়া এলাকাগুলোকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সিলেট সিটি করপোরেশনের প্রস্তাব দিয়েছে, দুদিন পিছিয়ে বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার থেকে লকডাউন কার্যকরের। আজ বুধবার লিখিতভাবে এমন প্রস্তাবনা প্রদান করা হবে বলে সিটি করপোরেশন সূত্র নিশ্চিত করেছে। এরআগে মঙ্গলবার দুপুরে সিলেটে সার্কিট হাউসে জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এক সভায় সিলেটের রেডজোন চিহ্নিত হওয়া এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়। নগরীর ৩টি বাদে বাকী ২৪ ওয়ার্ডকেই রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সিলেট সিভিল সার্জন কার্যালয়। লকডাউন দু’দিন পেছানোর প্রস্তাব প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বৈঠকে নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রস্তাব দিয়েছেন কাউন্সিলররা। কেননা খুব কঠোর হবে এবারের লকডাউন। তাই লকডাউন শুরুর আগে নাগরিকদের জরুরী কাজ সেরে নেওয়ার জন্য দুদিন সময়ে প্রস্তুতি দরকার। একারণে শনিবার থেকে লকডাউন কার্যকরের আহŸান জানিয়ে প্রশাসনকে একটি লিখিত প্রস্তাব প্রেরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন। সদ্য প্রয়াত সিসিক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জ্ঞাপন করে শুরু হয় বৈঠকের কার্যক্রম। মেয়রের সভাপতিত্বে এই সভায় অংশ নেন সিসিকের প্রায় সকল কাউন্সিলর ও সব বিভাগের প্রধানরা। এরআগে মঙ্গলবার বিকেলে সিলেট সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানিয়েছিলেন,রেডজোন চিহ্নিত হওয়া এলাকাকে লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মানুষজনকে সময় দিতে চাই একদিনের। তাই বৃহস্পতিবার থেকে কার্যকর হবে লকডাউন। নগরীর ভেতরে যেহেতু রোগী বেশি তাই নগরীর বেশিরভাগ এলাকায়ই রেডজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হবে। এর মধ্যে ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ড এলাকাগুলো রেড জোনের কড়াকড়ির মধ্যেই পড়বে। সেকারনে এখানকার সবগুলো ওয়ার্ডই লকডাউনের মুখে পড়তে যাচ্ছে।

প্রসঙ্গত, এরআগে করোনা সংক্রমণ ঠেকাতে গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন