শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাউফলে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীসহ একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৭:৩৮ পিএম

পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোলোজিষ্টসহ একই পরিবারের তিন জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান সাংবাদিককে বলেন, প্রথমে মেডিকেল টেকনোলোজিষ্ট(৩৭) ও তার স্ত্রীর(৩০)কনোরা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে কয়েক দিন আগে তাঁদের উভয়ের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়। পরে তাঁদের দশ বছর রয়সী মেয়ের নমুনা সংরক্ষন করে পরীক্ষার জন্য পাঠালে গতকাল মঙ্গলবার রাতে তারও কোবিড-১৯ পজেটিভ আসে। ওই মেডিকেল টেকনোলোজিষ্ট , তাঁর স্ত্রী এবং মেয়ে এরা সবাই এখন হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা গ্রহন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন