শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুর রকীবের হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি আইইবি’র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৮:৩৩ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. আব্দুর রকীব খানের হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বুধবার (১৭ জুন) এক যৌথ বিবৃতিতে আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ চিকিৎসক হত্যাকান্ডের প্রেক্ষিতে তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করেন।

বিবৃতিতে তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের সম্মুখ যোদ্ধা হচ্ছেন চিকিৎসকরা। যেখানে চিকিৎসকরা নিজেদের পরিবার এবং জীবনের কথা চিন্তা না করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সেখানে রোগীর স্বজনদের দ্বারা এই ধরণের হামলার ঘটনা উদ্বেগজনক। এইভাবে একজন চিকিৎসকে হত্যার ঘটনা পেশাজীবী হিসেবে আমরা কোন ভাবে মেনে নিতে পারি না। এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, খুলনায় গত ১৫ জুন চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা ডা. মো. আব্দুর রকিব খানের উপর বর্বরোচিত হামলা করে। পরে ১৬ জুন শেখ আবু নাসের হাসপাতালে আইসিউ’তে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন