শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে ডিএফআইডি মন্ত্রণালয়

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৫:১৩ পিএম

ইংল্যান্ডে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে ব্রিটিশ ডিএফআইডি মন্ত্রণালয়।

কোনো ধরনের কনসালটেশন ছাড়া এককভাবে সিদ্ধান্ত নিয়েই ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভোলাপমেন্ট সংক্ষেপে ডিএফআইডি মন্ত্রণালয়কে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গত মঙ্গলবার পার্লামেন্টে ডিএফআইডি বিলুপ্ত করে এর সব কার্যক্রম ফরেন অফিসের সঙ্গে একিভুত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বুধবার হেলথ সেক্রেটারী মেট হেনকক জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত। সরকারের ভেতরে অনেক ম্যাকানিজমও হয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে। আগামী সেপ্টেম্বরের ভেতরে ডিএফআইডি বিলুপ্ত করে এর সব কার্যক্রম ফরেন অফিসের অধিনে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন এবং ডেভিড ক্যামরন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। ক্ষমতায় গেলে পুনরায় ডিএফআইডি পুনরায় ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
প্রবাসী-একজন ১৯ জুন, ২০২০, ১০:৪৩ পিএম says : 0
EU থেকে বেরিয়ে আসায় আর এখন করোনা সামাল দিতে ব্রিটেন নিজের ঘর নিয়েই ব্যতিব্যস্ত; তাই ডিএফআইডি মন্ত্রণালয় বন্ধ করায় তেমন কিছু আসে যায় না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন