বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেন্সিডিলসহ নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী আটক

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২০, ৫:৪৪ পিএম

নীলফামারী সরকারী কলেজের নৈশ প্রহরী মোকছেদ আলীকে ৫৬বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কলেজ স্টেশন পাড়াস্থ তার দোকানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এরআগে কলেজের পশ্চিম গেট এলাকা থেকে চার বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় তাকে।
মোকছেদ কলেজ স্টেশন পাড়া এলাকার মৃত. নকু মামুদের ছেলে।

নীলফামারী থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক হারিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয় কলেজের পশ্চিম দরজা এলাকায়। এ সময় মোকছেদকে আটক করে তার কাছ থেকে চার বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরে তার তথ্যের ভিত্তিতে তার দোকান থেকে আরো ৫২বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, চাকুরীর আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন মোকছেদ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারা তার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরও বের করা হবে।

এদিকে নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়া জানান, মোকছেদ কলেজের বেসরকারী স্টাফ। নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন