শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ধসের সতর্কতা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:০২ এএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বর্ষণ এবং পাহাড় ধস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল বৃহস্পতিবার পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে এই কথা জানানো হয়েছে। এর আগেই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পাহাড়ে বসবাসকারীদের জন্য ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে আশ্রয় কেন্দ্রেরে পাশাপাশি আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়। গতকাল প্রায় দিনভর বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলে পানিবদ্ধতা তৈরি হয়। প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজনকে নানা দুর্ভোগের মুখোমুখী হতে হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন