শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে মৃত্যুর ৮ দিন পর জানা গেল করোনা পজিটিভ

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২০, ১২:৩১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে এক পোশাক শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার আট দিন পর জানা গেল করোনা পজিটিভ। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সোবহান শুক্রবার সকালে করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ১১জুন (বৃহস্পতিবার) উপজেলার হাতীবান্ধা কাশেম বাজার এলাকায় করোনার উপসর্গ নিয়ে পোশাক শ্রমিক আ.হালিম (৩৫) মারা যায় । সে ঐ এলাকার আবু হানিফের ছেলে। করোনা প্রার্দুভাবের পর থেকে সে বাড়ি থেকে সাইকেল চালিয়ে গোড়াই পোষাক কারখানায় কাজ করতে যেত। এর মধ্যে তার জ্বর ও শ্বাস কষ্ট হলে ৩/২ দিন কারখানায় যায়নি এবং করোনা উপসর্গ জ্বর ও শ্বাস কষ্ট নিয়েই ১১জুন নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। উপজেলা স্বাস্থ্যকম্পেক্স থেকে ১২জুন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর ৮ দিন পর (শুক্রবার)-১৯জুন সকালে নমুনা প্রতিবেদনে পজিটিভ আসে। সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সোবহান বলেন, এ পর্যন্ত ৪৬৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ৪৪০ জনের রিপোর্ট আমরা পেয়েছি। এর মধ্যে একজন মৃতসহ ১৪জন করোনা পজিটিভ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন