স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আঞ্চলিকতা গ্রহণযোগ্য হলেও, বাংলা ভাষার বিকৃত উচ্চারণ গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে সঠিক উচ্চারণে বাংলা ভাষার ব্যবহার করা উচিত। গত মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বর্তমান সভাপতি জামাল উদ্দীন এবং সাধারণ স¤পাদক রাজু আহমেদ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রথমবারের মতো এবারের অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের ভাস্কর্যের পাশে (৭৩ নম্বর স্টল) ডিআরইউর এই স্টলে সংগঠনের নিয়মিত প্রকাশনা রিপোর্টার্স ভয়েজ, প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকা, নারী দিবসের বিশেষ প্রকাশনা, সেরা রিপোর্ট সংকলন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সদস্যদের বই স্থান পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন