বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৯:৪৬ এএম

লালমোহন পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ জুন শুক্রবার রাত দশটার দিকে উত্তর বাজারে কাঠ বাজার ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতের হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে মানুষ চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। এদিকে পাশ্ববর্তী বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলা থেকেও ফায়ার সার্ভিস আসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আল্লাহর রহমতে ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমাইরার দোকান, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। এ ঘটনায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন