বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ১:০৭ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শনিবার সকালে জানান, গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউয়ে নিয়ে যান। চিকিৎসকরা আমাদের জানিয়েছে অক্সিজেন দিচ্ছেন, প্রেসার কম ছিল। এখনও আগের অবস্থাতেই আছে।

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বলেছিল, ব্লাড প্রেসার উঠানোর চেষ্টা করা হচ্ছে। কিছু নিউরোলজির প্রবলেম ছিলো সেগুলো মেনটেইন করা হচ্ছে। আর অক্সিজেনের সেচ্যুরেশন মেনটেইন করা হচ্ছে।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২ জুন ইউনাইটেডে ভর্তি হন।

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন