বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাক-আফগান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে : ইমরান

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করতে হবে। এ ছাড়া, শান্তি প্রক্রিয়াকে সহায়তা করার জন্য দু›দেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। বিদেশি একটি সম্প্রচার সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন সাবেক এ ক্রিকেট তারকা। আফগানিস্তানের সঙ্গে তার দেশের সুসম্পর্ক না থাকায় দুঃখ প্রকাশ করেন পিটিআই নেতা। একই সঙ্গে এ জন্য নিজ দেশকে দায়ী করেন তিনি। ইমরান খান বলেন, আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক না থাকার জন্য পাকিস্তানই দায়ী। আফগানিস্তানের সঙ্গে আচরণের ক্ষেত্রে পাকিস্তানে সামঞ্জস্যপূর্ণ নীতি নেই। এ ছাড়া, অতীতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ফলে সম্পর্কে অসদ্ভাবের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। পাকিস্তান নিজের ভুল বুঝতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। এ ছাড়া, কাবুল সরকারের সঙ্গে বিরাজমান সংঘাত আলোচনার মাধ্যমে সুরাহা করার জন্যও আফগানিস্তানের তালিবানের প্রতি আহ্বান জানান ইমরান খান। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পুরোপুরি সরে যাওয়ার আগ মুহূর্তে বর্তমানে তালিবান সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান তিনি। পিটিআই চেয়ারম্যান বলেন, এ পরিস্থিতিতে আগে যে সব শর্ত তালেবানরা মানতে চেয়েছিল এখন তা মানবে না। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন